বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের। মাদক কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারির পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক তোপ দেগে আসছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। আরিয়ানের জামিনের পরেও থামেনি ওয়াংখেড়ের বিরুদ্ধে এনসিপি নেতার অভিযোগের তির।এরই মধ্যে এবার ওয়াংখেড়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুম্বই পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার। চলতি বছরের শুরুর দিকে একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই প্রাক্তন এসিপির ছেলেকে। প্রাক্তন পুলিশ কর্তার দাবি, ভুয়ো মামলাতে সমীর ওয়াংখেড়ে তাঁর ছেলেকে গ্রেফতার করেছিলেন। প্রাক্তন পুলিশ অফিসার অনন্ত কেনজালের ২৬ বছর বয়সী ছেলে শ্রেয়সকে গ্রেফতার করেছিলেন সমীর। এই গ্রেফতারির প্রেক্ষিতে এবার হলফনামা দাখিল করলেন মুম্বই পুলিশের প্রাক্তন কর্তা।
প্রসঙ্গত, মুম্বই ক্রুজ মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতারের পর থেকেই মিডিয়ার স্পটলাইট রয়েছে ওয়াংখেড়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভুয়ো জনজাতি সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়া থেকে শুরু করে তোলাবাজির অভিযোগ তুলেছেন এনসিপির নবাব। এই পরিস্থিতিতে মুম্বই পুলিশের অবরপ্রাপ্ত শীর্ষস্থানীয় আধিকারিকের এই অভিযোগ নয়া মাত্রা যোগ করল। মাদক মামলায় অভিযুক্ত তথা প্রাক্তন পুলিশ কর্তার পুত্র শ্রেয়স দাবি করেন যে সমীর ওয়াংখেড়ে তাঁর গ্রেফতারির সময় উপস্থিত ছিলেন। কিন্তু পঞ্চনামায় সেই বিষয়টি রেকর্ড করা হয়নি। শ্রেয়সের আবেদন, তাঁর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ দেখে তাঁর দাবি যাচাই করা হোক। শ্রেয়সের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সমীর ওয়াংখেড়ে শ্রেয়সের বিল্ডিংয়ে ঢোকেন রাত ৯টা ৪০ মিনিট নাগাদ এবং বিল্ডিং থেকে তিনি বের হন রাত ১০টা ৫০ মিনিটে।