নতুন দায়িত্ব পেলেন মদন মিত্র। বাংলার পরিবহণ নিগমের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কামারহাটির বিধায়ক। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ দেওয়া হল রবীন্দ্রনাথ ঘোষকে। মঙ্গলবার পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে মদন মিত্রের চেয়ারম্যান হওয়ার কথা জানানো হয়। দায়িত্ব নিয়েই মঙ্গলবার পরিবহণ ভবনে পৌঁছে যান প্রাক্তন পরিবহণমন্ত্রী। আধিকারিকদের সঙ্গে পরিচয়পর্ব সারেন। দপ্তরের খোঁজখবর নেন। নতুন দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে নতুন দায়িত্ব শুরু করলাম। যথাসাধ্য তা পালনের চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যা কথা দেন, তা যে অক্ষরে অক্ষরে পালন করেন, আজ ফের তা দেখলাম।” উল্লেখ্য, সিটিসি, সিএসটিসি এবং ডাব্লবিএসটিসি এই তিনটি নিগম মিলিয়ে ডাব্লুবিটিসি তৈরি হয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল রবীন্দ্রনাথ ঘোষকে। ভাইস চেয়ারম্যান হলেন বিনয়কৃষ্ণ বর্মণ, সাবিত্রী মিত্র এবং মৃদুল গোস্বামী। প্রশাসনের তরফে এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ন’জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও একজন সদস্য সচিব থাকবেন। জেমস কুজুর, ফজলে করিম মিঞা, হামিদুল রহমান, কল্পনা কিস্কু, মিতালি রায়, প্রতিভা সিং, বিজয় চন্দ্র বর্মণ, রঞ্জন সরকার ও গৌতম দাস। সদস্য সচিব হবেন অতিরিক্ত মুখ্যসচিব/প্রিন্সিপ্যাল সেক্রেটারি/উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব।