মুখ্যমন্ত্রীর এবারের দিল্লী সফরেও যে থাকবে একাধিক চমক তা আগেই জানা গিয়েছিল। সেই মতোই কংগ্রেস-বিজেপির পর এবার নীতিশ কুমারের ঘরে ভাঙন ধরিয়ে চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লীতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। একসময়ে জেডিইউর রাজ্য সভার সদস্য ছিলেন তিনি। এদিন তৃণমূলে যোগ দিয়েই পবন বর্মা দাবি করেছেন, ২০২৪-র দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকার গঠন হবে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে, দিল্লী সফরের দ্বিতীয় দিনে জাভেদ আখতারের সঙ্গেও দেখা করেন মমতা। এদিন প্রবীণ গীতিকারবর সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নিও। উল্লেখ্য, এর আগে একুশের নির্বাচনের পর দিল্লী সফরে এসেও জাভেদ আখতারের সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যার ফলে ইতিমধ্যেই এই গুঞ্জন শুরু হয়েছে যে শীঘ্রই তৃণমূলে যোগ দিতে পারেন জাভেদ আখতার। এদিকে, এদিন সুধীন্দ্র কুলকার্নির সঙ্গে মমতার বেশ কিছুক্ষণ কথা হয় বলে সূত্রের খবর। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একসময় অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠও ছিলেন সুধীন্দ্র।