দিল্লীতে আরও এক চমক দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে আজ মঙ্গলবারই তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে দুই বারের এই কংগ্রেস সাংসদকে দলে নিয়ে কংগ্রেসে আরও ভাঙন ধরাতে চলেছে তৃণমূল। উল্লেখ্য, বিগত দিনে সুস্মিতা দেব, লুইজিনহো ফালেইরো-সহ জাতীয় স্তরের একাধিক কংগ্রেস নেতাকে দলে নিয়েছে তৃণমূল।
ভারতের হয়ে ৭টি টেস্ট ও ২৫ ওডিআই খেলা কীর্তি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। প্রাক্তন এই ক্রিকেটারের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিজেপির হাত ধরে। দিল্লীর বিধায়ক থাকার পাশাপাশি বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙা থেকে সাংসদও নির্বাচিত হন তিনি। পরে ২০১৫ সালে দিল্লী ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। সেই সময় বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেসে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ধানবাদ থেকে কংগ্রেসের টিকিটে লড়ে ৪.৮ লক্ষ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। কীর্তি আজাদের স্ত্রী পুনম আবার ২০১৬ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। পরে ২০১৭ সালে তিনি কংগ্রেসে যোগ দেন।