ত্রিপুরায় গ্রেফতার দলের যুবনেত্রী সায়নী ঘোষ। থানা ঘেরাও করে তৃণমূল কর্মীদের মারধর করেছে বিজেপি। এ নিয়েই অমিত শাহের কাছে দরবার করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু সাক্ষাতের সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। আর তাই এবার শাহের দফতরের সামনে নজিরবিহীন ভাবে ধর্নায় বসল তৃণমূল সাংসদরা।
সোমবার নর্থ ব্লকের সামনে মাদুর পেতে ধর্নায় সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, শান্তনু সেন, অপরূপা পোদ্দার, দোলা সেন, মালা রায়-সহ ১৮ জন সাংসদ। প্রসঙ্গত, ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের উপর হামলা, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মসূচী করতে না দেওয়ার অভিযোগ তুলে রাজধানীতে অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু সেই অনুমতি না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা।