একুশের ভোটে গোটা বাংলা জুড়ে সাড়া ফেলে দিয়েছিল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। এবার সেই স্লোগান শোনা যাবে বাংলার যাত্রা মঞ্চে। সেই যাত্রার অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলার এই প্রভাবশালী তৃণমূল নেতার যাত্রার প্রতি অনুরাগের কথা কারও অজানা নয়। ছাত্রাবস্থা থেকেই যাত্রার সঙ্গে যুক্ত তিনি। কখনও তিনি থাকেন পালাকারের ভূমিকায়, কখনও আবার থাকেন অভিনেতার ভূমিকায়। কখনও আবার তাঁকে দেখা যায় যাত্রাদলের প্রযোজক হিসেবে। সেই প্রযোজক হিসেবে শীতের মরসুমেই তিনি আনতে চলেছেন একটি নতুন পালা। যেখানে শ্রী চৈতন্য অপেরা নামাঙ্কিত তাঁর পেশাদার যাত্রাদলটি এ বার মঞ্চস্থ করবে ‘কান্না ভেজা মায়ের আঁচল’ নামের পালা। সেই যাত্রায় ব্যবহার করা হবে ‘খেলা হবে’ সংলাপ।
জানা গিয়েছে নতুন এই যাত্রাপালাটি লিখেছেন বর্ষীয়ান পালাকার অশোক বসু। পালাকারকে যাত্রা লেখায় সহায়তা করেছেন মন্ত্রী স্বপন। যাত্রাটিতে মায়ের নামভূমিকায় অভিনয় করবেন অভিজ্ঞ যাত্রাশিল্পী রুমা দাশগুপ্ত। তৃণমূল নেতা তথা রাজ্যে মন্ত্রী যাত্রাদলের প্রধান বলেই কী এমন রাজনৈতিক স্লোগানের ব্যবহার হচ্ছে? জবাবে স্বপন বলেন, ‘আমি এই পেশাদার যাত্রাদলের সঙ্গে যুক্ত বলেই যে খেলা হবে সংলাপ রাখা হয়েছে, বিষয়টি তেমন নয়। পালাকার নাটকের প্রয়োজন বোধ করেই এই সংলাপটি ব্যবহার করেছেন।’ রাজ্যের মন্ত্রীর কথায়, ‘পরমহংসদেব বলতেন, যাত্রা লোকশিক্ষার মাধ্যম। সমাজ সংস্কারের বহু বার্তা এই মাধ্যমে গ্রামীণ জনতার কাছে পৌঁছে দেওয়া যায়। দেশের কৃষক সমাজ লড়াই করে জয় ছিনিয়ে আনল। আমাদের যাত্রায় এমন দৃশ্য দেখিয়েই ‘খেলা হবে’ সংলাপ রাখা হয়েছে।’