সোমবার ত্রিপুরার আগরতলায় ধৃত তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষের সঙ্গে দেখা করতে থানায় গিয়ে দরজা থেকেই ফিরতে বাধ্য হলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুস্মিতা দেব ও অর্পিতা ঘোষরা। তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেওয়া হল না সায়নী ঘোষকে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় গ্রেফতারির পর থেকে মহিলা থানায় রাখা হয়েছিল সায়নীকে।
এদিন সায়নী ঘোষের সঙ্গে দেখা করতে না পেরে বিজেপিকে তীব্র তোপ দাগেন কুণাল ঘোষ। বলেন, “এখানে রাজধর্ম পালন হচ্ছে না। গণতন্ত্র বলে কিছু নেই। তাণ্ডব চলছে। এদিকে বিজেপি গুন্ডাদের গ্রেফতার করা হচ্ছে না।” তৃণমূল প্রতিনিধি দল ফেরত যাওয়ার পরই আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হয় সায়নী ঘোষকে। যদিও গাড়িতে ওঠার সময় কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূল যুব নেত্রী। পাশাপাশি ব্রাত্য বসু বলেন, “ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। কী বলব! কিছু বলার মত নেই এখন।” একইসঙ্গে কুণাল ঘোষ জানান যে, থানায় পুলিশের সঙ্গে আইনজীবীরা কথা বলেছেন।