সোমবার সকালে ত্রিপুরা পৌঁচেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই আগরতলা বিমানবন্দরের বাইরে ছড়াল বোমাতঙ্ক। পার্কিং লটে তৃণমূলের সর্বভারতীয় সভাপতির গাড়ির পাশে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তা থেকেই আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, আগরতলা বিমানবন্দরের ঠিক বাইরে, যেখানে ভিআইপি পার্কিং করা হয়, সেখানে একটি কালো রঙের ব্যাগ দেখতে পাওয়া যায়। মুহূর্তেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ওই চত্বরে। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইএসএফ।ব্যাগটি ঘিরে ফেলেন তাঁরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই ব্যাগটি যেখানে পাওয়া গেছে, তার সামান্য দূরেই দাঁড়িয়ে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় থাকা কনভয়।
এই ঘটনায় ষড়যন্ত্রই দেখছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনওভাবেই আটকাতে পারছে না বিজেপি। তাই মিছিল বাতিল করার পর এবার অভিষেকের কনভয়ের সামনে ব্যাগ রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের কর্মীরা অভিষেককে স্বাগত জানাতে না পারেন। আসলে অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি’।
সোমবার সকাল আটটায় কালীঘাট থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক। সায়নী ঘোষের গ্রেফতারি সহ একাধিক ইস্যুতে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, যা বলার ত্রিপুরায় বলবেন। বিমানবন্দরে নেমে আগরতলা পশ্চিম থানায় যাওয়ার কথা রয়েছে তাঁর। ওই থানাতেই সায়নী ঘোষকে রাখা হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের মিছিল করার কথা থাকলেও তা বাতিল করেছে ত্রিপুরা সরকার। তবে, এদিন অভিষেক দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। দুপুর ৩ টেয় সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর।