ত্রিপুরার আঁচ এসে লাগল বাংলাতে। সোমবার সকালে সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে মুরলিধর সেন লেনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা। রাজ্য বিজেপির সদর দফতরে সেঁটে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঘটনাকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির উত্তাল ত্রিপুরা। পড়শি রাজ্যে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। সেই গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তপ্ত কলকাতা। সোমবার সকালে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপিরর দফতরের সামনে জড়ো হন তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি দফতরের দরজায় আটকে দেওয়া হয় মমতাও অভিষেকের ছবিও।
বিক্ষোভকারী তৃণমূল নেতা বলেন, ‘আজকে বিজেপির পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দিয়ে আমরা প্রমাণ করে দিলাম, তৃণমূল চাইলে বাংলায় বিজেপি পার্টি অফিস নাও খাকতে পারত। প্রয়োজনে বিজেপির পার্টি অফিসও নিয়ে নিতে পারি আমরা। কিন্তু তৃণমূল সেটা করবে না। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী’।
সায়নী ঘোষের গ্রেফতারির প্রেক্ষিতে তিনি বলেন, ‘সায়নী ঘোষের বিরুদ্ধে বিপ্লব দেবের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ওখানে সভা করতে না পারেন, তার জন্য বিমানবন্দরে মিথ্যা বোমাতঙ্ক তৈরি করা হচ্ছে’।