মাদক কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারির পর থেকেই একের পর এক তোপ দেগে আসছেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। আরিয়ানের জামিনের পরেও থামেনি বিজেপি এবং এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তাঁর অভিযোগের তির। সমীর ভুয়ো জনজাতি সার্টিফিকেট দিয়ে কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় বসেছিলেন বলে দাবি করেছিলেন মালিক। তাঁর দাবি ওয়াংখেড়ে আদতে মুসলিম। তাঁর বাবার নাম দাউদ বলেও দাবি করেছেন মালিক। এদিকে ওয়াংখেড়ে পরিবার ওই দাবি মিথ্যা বলে উল্লেখ ককরেছেন। মানহানির মামলাও করেছেন মালিকের বিরুদ্ধে। এবার ওয়াংখেড়ের নিকাহ বা বিয়ের ছবি সামনে এনে বিতর্ক আরও উস্কে দিলেন নবাব মালিক।
রবিবার টুইটে সেই ছবি প্রকাশ করেছেন মালিক। সেই সঙ্গে লিখেছেন, ‘কবুল হ্যায়.. কবুল হ্যায়.. এটা কী করেছেন সমীর দাউদ ওয়াংখেড়ে?’ শনিবারই নবাব মালিকের মেয়ে নীলোফার খান একটি পোস্টে সমীর ওয়াংখেড়ের বিয়ের শংসাপত্র ও রিসেপশনের কার্ডের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, সমীর ওয়াংখেড়েকে দাউদ ও জাহেদা ওয়াংখেড়ের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে মালিক ওয়াংখেড়ের প্রথম স্ত্রীর কথা টেনে দাবি করেছিলেন যে, জন্মগতভাবে সমীর ওয়াংখেড়ে মুসলিম হলেও তিনি ভুয়ো হিন্দু জনজাতি শংসাপত্র ব্যবহার করে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন এবং সেখান থেকেই সরকারি চাকরি পেয়েছেন। ওয়াংখেড়ের জন্ম শংসাপত্রও প্রকাশ্যে এনেছিলেন তিনি, যেখানে তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে হিসাবেই উল্লেখ করা ছিল।