রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছিলেন। তারপর তড়িঘড়ি চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হল জলপাইগুড়ির গুলিবিদ্ধ তৃণমূল নেতা মহম্মদ সোলেমানের। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব ঘাসফুল শিবির।
প্রসঙ্গত, গতকাল সন্ধেয় জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় গিয়েছিলেন তৃণমূল নেতা। রাতে বাড়ি ফেরার সময় গণ্ডার মোড় এলাকায় তপন মাহাতোর লটারি দোকানে বসেন তিনি। অভিযোগ, সেই সময় দু’জন দুষ্কৃতী বাইক নিয়ে সোলেমানকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। জখম হন লটারি বিক্রেতাও। স্থানীয়রা জড়ো হওয়ার আগেই বাইক নিয়ে এলাকা ছাড়ে অভিযুক্তরা।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোলেমান। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে জখম অপরজনের। ভরসন্ধেয় এই ঘটনায় এখনও তীব্র আতঙ্কে স্থানীয়রা।
অন্যদিকে, নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খোঁজ চলছে অভিযু্ক্তদের।