‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্য চলছে, দিনের আলোতেও মানুষের বেরনো মুশকিল হয়ে গিয়েছে। এমন একটা পরিস্থিতি, নৈরাজ্য, এমন একটা বাতাবরণ সারা রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে যা সারা ভারতবর্ষের মানুষ কোনওদিন দেখেনি’। ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিপ্লব দেবের সরকারের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, ‘যে রাজনৈতিক দল কথায় কথায় অন্য রাজনৈতিক দলের ভুল ধরতে আগ্রহ দেখায়, সেই রাজ্যের নেতৃত্বাধীন রাজ্য সরকার সহিংস দমন-পীড়নের ঘটনায় প্রতিদিন নিজেদের রেকর্ড নিজেরা ভাঙছে’। তৃণমূল সাংসদ যোগ করেন, ‘মিটিংয়ের পারমিশন দেওয়া হয়না, মানুষের কাছে পৌঁছতে দেয়না এই সরকার (বিজেপি)।
তাঁর দাবি ত্রিপুরায় সংবাদমাধ্যম থেকে চিকিৎসক, সবাই আক্রন্ত হন। তাঁর কটাক্ষ, যে রাজ্যে হাসপাতালে দুয়ারে গুন্ডার মডেল ঢুকে যাচ্ছে। ‘যে রাজ্যে পুলিশ থানায় দিবালোকে এক দিনে দু’ দু বার আক্রমণ করা হয়, থানার আইসি, ওসি তালা মেরে টেবিলের তলায় বসে থাকতে হচ্ছে। যারা আইন-শৃঙ্খলার পরিস্থিতি রক্ষার দায়িত্বে তাদের যদি এই দুরবস্থা হয়, পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়’? ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে মন্তব্য অভিষেকের।