সোমবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলও বাতিল করল ত্রিপুরা সরকার। কোভিডবিধির কারণ দেখিয়ে দেওয়া হল না অনুমতি। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবারই সুপ্রিম কোর্টে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাওয়ার কথা ছিল। তার আগে পৌঁছেছিলেন তৃণমূলের একাধিক নেতানেত্রী। অভিষেক পৌঁছনোর আগেই রবিবার সায়নী ঘোষকে গ্রেফতার করে আগরতলা পুলিশ। এই ঘটনার জেরে রবিবার রাতেই ত্রিপুরা যাবেন বলে ঠিক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তবে শেষমেশ মেলেনি তাঁর বিমান অবতরণের অনুমতি, তাই যাওয়া হয়নি রাতে।
তবে শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দিলই না ত্রিপুরা পুলিশ। তৃণমূল সূত্রের খবর, মিছিল করতে না দিলে বিকল্প কর্মসূচি মাথায় রয়েছে তাদের। তবে পাশাপাশি, সুপ্রিম কোর্টে আবেদন করেও নিজেদের রাজনৈতিক কর্মসূচি করার অধিকার প্রতিষ্ঠা করতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
ত্রিপুরায় অভিষেকের সফর নিয়ে সমস্যা এই নতুন নয়। গত মাসেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সভা করার অনুমতি দিতে চায়নি বিপ্লব দেবের প্রশাসন। সে বার ত্রিপুরা হাইকোর্টের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর আগরতলায় জনসভা করেছিলেন অভিষেক। এবার দুয়ারে পুরভোট। তাই সোমবার পুরভোটের প্রচারেই আগরতলায় মিছিলের কর্মসূচি রয়েছে অভিষেকের। অনুমতি না মেলায় এখন কী হয়, সেটাই দেখার।