তৃণমূলের ধর্নার কাছে নতিস্বীকার করলেন অমিত শাহ। জোড়াফুলের সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সোমবার বিকেল ৪টের সময় হবে সেই সাক্ষাৎকার পর্ব। শাহের বাড়িতে যাবেন তৃণমূল সাংসদরা।
ত্রিপুরাতে তৃণমূলের উপর হামলা, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মসূচি করতে না দেওয়ার অভিযোগ। রাজধানীতে অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদরা। কিন্তু সেই অনুমতি না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। কেন্দ্রের বিজেপি সরকার এবং ত্রিপুরার বিপ্লব দেবের সরকারকে তীব্র আক্রমণ করেন তাঁরা।
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় অভিযোগ করেন, ‘ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূলে উপর হামলা হচ্ছে। এর প্রতিবাদে আমরা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি’।শান্তনু সেন অভিযোগ করেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র ভূলুষ্ঠিত। তৃণমূল এর প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু ভয় পেয়ে সেই অনুমতি দেওয়া হয়নি’। যতক্ষণ না দেখা করতে দেওয়া হবে ধর্না চলবে বলেও জানান তিনি। বলেন, ‘ আমরা সাংসদ আমরা দেশের যেখানে খুশি যেতে পারি। প্রয়োজনে আমাদের গ্রেফতার করুক’।