আগামী লোকসভা ভোটে বাংলায় বিজেপি পাবে মেরেকেটে ৩টি আসন। আর বাকি ৩৯টি পাবে তৃণমূল। একটি ভাইরাল অডিও ক্লিপে (সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’) একথাই বলতে শোনা গেল যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে।
ভাইরাল অডিও ক্লিপে এক বিজেপি কর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে সৌমিত্র খাঁকে। কথোপকথনে দাবি করা হয়েছে,’পরেরবার লোকসভার রেজাল্ট ৩ আর ৩৯ হয়ে যাবে। আমরা ৩টি আসন পাব। আর ওরা ৩৯টি। যেভাবে চলছে, কট্টর বিরোধী লোককে সাইড বেঞ্চে বসিয়ে দিয়েছে। শুভেন্দুর জেলায় খাতাই খুলতে পারবে না। আর দিলীপের মুরোদ নেই।’ শুধু তাই নয় শান্তনু ছাড়া রাজ্যের বাকি তিন কেন্দ্রীয় মন্ত্রী কাজের নয় বলতে শোনা গিয়েছে বিজেপি সাংসদের কণ্ঠস্বরে। বলা হয়েছে,’যে চার মন্ত্রী হল, শান্তনু ঠাকুর বাদ দিয়ে তিন মন্ত্রীই অচল। কোনও কাজে লাগবে না।’
বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ করে বিরোধীরা। তা শোনা গেল সৌমিত্রর কণ্ঠস্বরে। শোনা যাচ্ছে,’বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগ করে দিচ্ছে। এভাবে হয় নাকি! রাজবংশী, আদিবাসী, হাবিজাবি করছে। তোমার যাঁরা নেতৃত্ব দিচ্ছে তাঁরা সারাজীবন রাস্তায় থাকবে। এটা হয় বাংলায়?
২০২৪ সালে লোকসভা ভোটে খুব বেশি হলে বিজেপি ৪টি আসন জিততে পারে বলে দাবি সৌমিত্রর কণ্ঠস্বরের। শোনা যাচ্ছে,’বাংলার রাজনীতিতে কেউ কারও জন্য করে না। ঠিক আছে। নীতীশ প্রামাণিক এতগুলি দফতরের মন্ত্রী হল। পার্টির ছেলেরা উপকৃত হবে না। সুভাষ সরকার হয়েছে। হতে পারে দীর্ঘদিনের লোক। অরিজিনালি পার্টি ছেলেরা উপকৃত হবে না। বাঁকুড়া লোকসভা জিতবে? কোনটা জিতবে? আর কোনও জেতার জায়গা নেই। আমি লড়াই করছি। ৫০-৫০ পজিশনে আছি। কখনও ৪০ পার্সেন্ট হচ্ছে, কখনও ৬০ পার্সেন্ট হচ্ছে। এই ডামাডোলের মধ্যে চলছে। আর তুমি জিতবে একটা দার্জিলিং, আর উত্তরবঙ্গে আর একটা সিট জিতবে। আমার সিটটা হয়তো। চারটে সিট জিততে পারো। আর কে জিতবে’?
তবে অডিও ক্লিপের কণ্ঠস্বর তাঁর নয় বলে দাবি করেছেন সৌমিত্র। তিনি বলেন, ‘বিজেপির রাজ্য সভাপতি ফোনে জানতে চেয়েছিলেন এটা কি আমার গলা? আমি বলেছি, না। উনি বললেন, আমারও সেটাই মনে হয়েছে।’ ভাইরাল অডিও ক্লিপকে ভুয়ো বলে দাবি করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন,’এটা ভুয়ো। বহু লোক বলেছিল ২০১৯ সালে বিজেপি ফিনিশ। ৪২-এ ৪২। ফলাফল দেখেছেন। আগামী নির্বাচনে ৩৫টি আসনে জিতবে বিজেপি’।