শনিবার তৃণমূলে যোগ দিলেন গোয়া ফরোয়ার্ড পার্টির কার্যনির্বাহী সভাপতি কিরণ কান্দোলকার। তাঁর স্ত্রী কবিতা কান্দোলকার এবং বিপুল কর্মী-সমর্থকও এদিন তৃণমূলে যোগ দেন।তাদের তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান গোয়া তৃণমুল কংগ্রেসের নেতা লুইজিনহো ফালেইরো।
কান্দোলকার তৃণমূলে যোগ দেওয়ায় দলের হাত অনেকটাই শক্ত হল বলে জানা যাচ্ছে। কান্দোলকার প্রাক্তন বিধায়ক এবং ভান্ডারী সমাজের নেতা। জানা যাচ্ছে, টবিন আসনটিতে তার অনেকটা প্রভাব আছে। এবার বিধানসভা নির্বাচনে তিনি আলডোনা আসন থেকে প্রার্থী হতে পারেন।
কিছুদিন আগে কান্দোলকার মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করে বলেছিলেন যে তিনি বিজেপিরূপী ভস্মাসুরের সংহার করবেন।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে ঘাসফুল শিবির। একইসঙ্গে চলছে দলে যোগদান প্রক্রিয়াও। এদিন উত্তর গোয়ায় কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্কর পাডতে, রুদ্রহ মহিলা মণ্ডলের সভাপতি মীনাক্ষী মেগু নায়েক ও যুব কংগ্রেস নেতা নীতেশ পণ্ডিত তৃণমূলে যোগ দেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফালেইরো তাঁদের স্বাগত জানান।