গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিএসএফের কাজের পরিধি বৃদ্ধি বিরোধী প্রস্তাব প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি বলেছিলেন, ‘বিএসএফের অত্যাচার যারা চোখে দেখেনি তারা বিশ্বাস করতে পারবে না। তল্লাশির নামে ৮-১০ বছরের ছেলের সামনে যখন বাবাকে কান ধরে ওঠবস করানো হয়, মায়ের গোপন জায়াগায় হাত দেওয়া হয়। তখন ওই ছেলে দেশপ্রেমিক হতে পারে না। ওর কানের কাছে যতই ‘ভারত মাতা কি জয়’ বলা হোক, সে কিন্তু দেশপ্রেমিক হবে না।’ এই মন্তব্যের জেরে এবার ফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হল দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে। এমনকী হুমকি ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা বেজে ১০ মিনিট নাগাদ প্রাইভেট নম্বর থেকে ফোন যায় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর কাছে। বিধায়ক জানিয়েছেন, প্রথমে তাঁকে ফোনে ইংরাজিতে জিজ্ঞেস করা হয় বিধানসভায় কারা বিএসএফ নিয়ে মন্তব্য করেছেন। সেই সময় উদয়ন জানতে চান, ফোনের ওপ্রান্তে কে রয়েছেন। এরপরই হিন্দিতে বিধায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগ, প্রতিবাদ করার পরও একই আচরণ করা হয়। দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় উদয়ন গুহকে। ঘটনা প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, ‘প্রাইভেট নম্বর তো সকলে পান না। আমার ধারণা এর নেপথ্যে কোনও উচ্চপদস্থ কেউই রয়েছেন। কোনও হিন্দিভাষী বিধায়ক অথবা সাংসদ ও হতে পারেন।’ দিনহাটার বিধায়ক জানিয়েছেন, শুক্রবারই এ বিষয়ে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তিনি।