দাবি মতো ৩ কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। কিন্তু আন্দোলন এখনই থামছে না বলে সাফ জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। এবার ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে হেস্তনেস্ত করতে চান তিনি। অন্যদিকে যতক্ষণ না সংসদে কৃষি আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আন্দোলন জারি রাখতে চান হান্নান মোল্লাও। তাঁর কথায়, ‘না আঁচালে বিশ্বাস নেই’।
গত এক বছর ধরে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে অনড় ছিলেন কৃষকরা। দিল্লি-পঞ্জাব সীমানায় দীর্ঘদিন ধরে কৃষকদের এই অবস্থান বিক্ষোভে দফয়া দফয়া উত্তাল হয়ে উঠেছিল দেশ। যার নেতৃত্বে ছিলেন রাকেশ টিকায়েত, হান্নান মোল্লারা। শুক্রবার সকালে গুরু নানকের জন্মবার্ষিকীতে ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শীতকালীন অধিবেশনে ৩ আইন প্রত্যাহার করে নেওয়া হবে’। সঙ্গে কৃষকদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, ‘আবার মাঠে আসুন। নতুন করে শুরু করুন’।
তবে সে পথে হাঁটছেন না রাকেশ টিকায়েত। তিনি বলেন, ‘সবে তো শুরু। আন্দোলন এখনই থামবে না। সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কথা বলে তারও সমাধান আশু প্রয়োজন’।
কৃষক আন্দোলনের আরেক নেতা হান্নান মোল্লা বললেন, ‘অবশেষে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্র ঠিকই, কিন্তু, আফসোস থেকে গেল। এই আন্দোলনের মধ্যে দিয়ে ৭০০ কৃষকের প্রাণ চলে গেল। আমরা বারবার বলেছিলাম আলোচনার মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। বারবার আমরা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। অথচ কেন্দ্র টালবাহানা করেই চলেছিল। কৃষকরাও নিজেদের অবস্থানে অনড় ছিলেন। এই আইন তো প্রত্যাহার করতেই হত’। সঙ্গে টিকায়েতের সুরে সুর মিলিয়ে তিনিও জানিয়েছেন, না আঁচালে বিশ্বাস নেই। সংসদে আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।