ক’দিন আগেই উদ্ধার হয়েছিল মাদক। এবার তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হল শিল্পপতি গৌতম আদানির মুন্দ্রা বন্দরে। বৃহস্পতিবার গুজরাতের ওই বন্দরে একটি বিদেশি জাহাজ থেকে বাজেয়াপ্ত করা হয় ওই তেজস্ক্রিয় পদার্থ। জাহাজটি চীনের সাংহাই থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাচ্ছিল।
শুক্রবার আদানি গোষ্ঠীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “কেন্দ্রীয় শুল্ক (কাস্টমস) এবং রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)-এর যৌথ অভিযানে বিদেশি জাহাজের কন্টেনার থেকে অঘোষিত বিপজ্জনক পদার্থ বাজেয়াপ্ত করা হয়েছে।”
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আদানির ওই বন্দরেই একটি জাহাজ থেকে দু’টি কন্টেনার বোঝাই প্রায় ৩,০০০ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। ডিআরআই আধিকারিকদের ওই অভিযানে মাদক-সহ গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। আফগানিস্তান থেকে ‘পাউডার’ আমদানির নাম করে মাদক চোরাচালানে যুক্ত ছিলেন তাঁরা।