বিজেপিতে থাকতেও দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক কোনও দিনই ভাল ছিল না। তৃণমূলে সদ্য যোগদানের পরেও দিলীপকে কটাক্ষ করে বর্ণপরিচয় উপহার দেওয়ার কথা বলেছিলেন তিনি। এবার ফের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে কটাক্ষ করলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর আগরতলায় পুরভোট। তার আগে ২২ ডিসেম্বর ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আজ, শুক্রবার সদলবলে বিপ্লবগড়ে গিয়েছেন বাবুল। আর বাবুলের এই ত্রিপুরা সফর নিয়ে খোঁচা দিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ। এবার তার পালটা হিসাবে দিলীপকে খোঁচা দিয়ে বাবুল বলেন, ‘উনি একজন এন্টারটেইনমেন্ট ক্যারেক্টার।’