এবার এনডিএ শাসিত বিহারে ভরা আদালত কক্ষেই বিচারককে আক্রমণ করে বসল অভিযুক্ত। সরাসরি বন্দুক তাক করে দিলে খুনের হুমকি। চমকপ্রদ বিষয় হল এই দৃশ্যে অভিযুক্ত কোনও দাগী অপরাধী বা কুখ্যাত জঙ্গী নয়। এই কাণ্ড ঘটিয়েছে দুই পুলিশকর্মী। ঘটনাস্থল বিহারের মধুবনি।
বৃহস্পতিবার বিহারের মধুবনীর এক নগর ও দায়রা আদালতে শুনানি চলাকালীনই বিচারকের ওপর আক্রমণ করে বসে দুই পুলিশকর্মী। মধুবনীর ঝঞ্ঝারপুর নগর ও দায়রা আদালত কক্ষে অবিনাশ কুমার নামের এক বিচারকের এজলাসে ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধেই একটি মামলার শুনানি চলছিল। সেসময় স্টেশন হাউস অফিসার গোপাল কৃষ্ণ এবং সাব ইন্সপেক্টর অভিমন্যু কুমার একপ্রকার হঠাতই আদালত কক্ষে ঢুকে বিচারকের উপর হামলা করে বসে। তাঁর দিকে বন্দুক তাক করে বলেও অভিযোগ।
আদালতের কর্মী এবং আইনজীবীরা বিচারককে বাঁচানোর চেষ্টা করলে তাঁদের ওপরও চড়াও হয় অভিযুক্ত ওই দুই পুলিশকর্মী। কয়েকজন আইনজীবী এবং আদালত কর্মী জখমও হয়েছেন। ওই বিচারক সুরক্ষিতই আছেন। তবে, ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছেন তিনি। অভিযুক্ত দুই পুলিশ আধিকারিককে নিজেদের হেফাজতে নিয়েছে বিহার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
খাস আদালত কক্ষে পুলিশকর্মীদের এই আচরণে ক্ষুব্ধ পাটনা হাই কোর্ট। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পাটনা হাই কোর্ট। বিচারপতিরা মনে করছেন, এই ঘটনা অভাবনীয় এবং স্তম্ভিত করে দেওয়ার মতো। দ্রুত এই ঘটনার স্টেটাস রিপোর্ট তলব করেছে পাটনা হাই কোর্ট। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের সাফ কথা, বিচারপতিদের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপোস নয়।