চীন নিয়ে মোদী সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে তারা। আগেই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, মাননীয় ৫৬ ইঞ্চি ভয় পেয়েছেন। চীনের আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী একটি শব্দও খরচ করছেন না বলে এবার ফের অভিযোগ তুলল কংগ্রেস।
দলের মুখপাত্র গৌরব বল্লভ বলেন, ভুটানের মাটিতে চীন নির্মাণকাজ করছে। এটা আমাদের কাছে উদ্বেগের। ভুটানের সশস্ত্র বাহিনীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আলোচনায় আমরা ভুটানকে পরামর্শও দিয়েছি। চীন বেআইনী কাজ করছে। সেটা আটকাচ্ছে আমাদের বাহিনী। কিন্তু কেন মোদী সরকার আমাদের বীর সেনানীদের আত্মত্যাগকে এভাবে অশ্রদ্ধা করছে? প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র। পাশাপাশি টুইটারে একটি উপগ্রহ চিত্রের কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, চীন মৌখিকভাবে, ভৌগলিকভাবে, সেনাদের মাধ্যমে, নানা কৌশলে আগ্রাসন করছে। কিন্তু সরকার কবে তার উত্তর দেবে?