বন্দীদশা যেন কিছুতেই কাটছে না মেহবুবা মুফতির। এবার ফের গৃহবন্দী জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফের উত্তপ্ত হয়ে ওঠা জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল ঠিক করতে দিল্লীতে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা, জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব, পুলিশের ডিজি, বিএসএফ ও সিআরপি-র ডিজি-রা। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা কর্তারাও। ঘটনাচক্রে ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরেই আইনশৃঙ্খলার যুক্তি দেখিয়ে গৃহবন্দী করা হয় পিডিপি নেত্রী মেহবুবাকে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পেয়েছে উপত্যকা জুড়ে। তারই মধ্যে দিন দুয়েক আগে একটি সংঘর্ষে শ্রীনগরের হায়দরপোরায় ৪ জন মারা যান। যাদের মধ্যে দু’জন স্থানীয় ব্যবসায়ী। অভিযোগ, দুই ব্যবসায়ীর মধ্যে এক জনকে মানব ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছে, অন্য জনকে হত্যা করা হয়েছে ভুয়ো সংঘর্ষে। আজ সেই ঘটনার প্রতিবাদ জানাতে ও মৃত ব্যক্তিদের দেহ ফেরতের দাবিতে জম্মুতে ধর্নায় বসেছিলেন পিডিপি নেত্রী মেহবুবা। ঠিক ছিল রাতে শ্রীনগরে ফিরে লাল চকের সামনেও মোমবাতি মিছিলে অংশ নেবেন তিনি। কিন্তু তাঁকে সেখানে না যেতে দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগে সরব হয়েছে পিডিপি।