একুশের ভোটে ভরাডুবির পর থেকেই যেন ‘শনির দশা’ চলছে গেরুয়া শিবিরে। এবার যেমন পুরভোট পরিচালনার কমিটি গঠনেও বিতর্ক এড়াতে পারল না বিজেপি। হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে মাথা রেখে সেখানকার পুরভোট পরিচালনার জন্য কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। যাতে নাম রয়েছে বাণী সিংহ রায়ের। কিন্তু বর্ষীয়ান এই নেতা দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন, কোনও সময়েই বিজেপিতে যোগ দেননি।
বাণী সিংহ রায় জানিয়েছেন, তাঁর সঙ্গে কমিটি নিয়ে রাজ্য বিজেপি নেতাদের কোনও আলোচনাই হয়নি। তাঁকে জানানোও হয়নি। তাঁর স্ত্রী মারা গিয়েছেন। তিনিও নিজে হাসপাতালে ছিলেন, বিজেপির কোনও নেতাই সেই সময়ে যোগাযোগ করেননি। সেই সময় যা খোঁজ নিয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তিনি জানিয়েছেন, অসুস্থ হয়ে পড়লে তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছিলেন সুব্রত বক্সি।
তিনি এ কথাও সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর দল তৃণমূল। তিনি এমআইসি থাকার জন্যই বিজেপি তাঁর নাম ভাসিয়ে দিয়েছে বলে দাবি তাঁর। তবে তিনি স্বীকার করেছেন, হাওড়ায় স্মৃতি ইরানির সভায় গিয়েছিলেন। দফতরের প্রয়োজনে তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে দাবি তাঁর। তবে তিনি বিজেপিতে যোগদান করেননি। তাঁকে কোনও দলের পতাকাও দেওয়া হয়নি। যদি কোনও আইনি পদক্ষেপের প্রয়োজন হয়, তাহলে তিনি তা নেবেন বলে জানিয়েছেন বাণীবাবু।