ফের উত্তপ্ত ত্রিপুরা। এবার পুরসভার ওয়ার্ডে তৃণমূলের পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘাসফুল শিবির জানিয়েছে ত্রিপুরা সরকারের স্টিকার লাগানো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের পতাকা, ফেস্টুন। ইতিমধ্যেই ভিডিও প্রকাশ্যে এনে দাবি করেছে তৃণমূলের। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এখন খবর। গতকাল আগরতলা পুরনিগম দখলের লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করে তৃণমূল। জলকরে ছাড়, খান-খন্দহীন রাস্তা, মহিলাদের জন্য সুরক্ষা-সহ ৯ টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উন্নত নগর, জন অভিযোগ নিষ্পত্তির আশ্বাসও রয়েছে ইস্তেহারে।
উল্লেখ্য, আগরতলা পুরনিগমের ভোটে তৃণমূলের স্লোগান – আগরতলার জন্য ‘নবরত্ন’। ২০২৩-এ তৃণমূলের টার্গেট বিজেপিশাসিত ত্রিপুরা। বিধানসভা নির্বাচনের বছর দেড়েক আগে, ত্রিপুরার পুরভোটে ঝাঁপিয়েছে তৃণমূল। ২৫ নভেম্বর আগরতলা পুরনিগম, ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতে ভোটে। একটি সিসিটিভি ফুটেজ টুইট করেছে এআইটিসি ত্রিপুরা। সেখানে দেখা যাচ্ছে সরকারি গাড়িতে চেপে তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন ছেড়া হচ্ছে। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে। এই ঘটনাকে কটাক্ষ করে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “এই হচ্ছে নতুন ভারত।”