সব ঠিক থাকলে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হতে চলেছে ডিসেম্বরে। অথচ সেই নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক কমিটি করার কাজ এখনও শেষ করে উঠতে পারেনি বিজেপি। ওয়ার্ডে ভোট প্রচার থেকে শুরু করে সমস্ত কাজই করবে এই ওয়ার্ড কমিটি। অধিকাংশ ওয়ার্ডের কমিটি তৈরির কাজ শেষ না হওয়ায় এলাকায় প্রচারের কৌশল কিংবা কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠকের কাজও পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কর্মীদের চাঙ্গা করতে রাজ্যে আসতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করবে গেরুয়া শিবির। মধ্য কলকাতায় তিনটি বিধানসভা মিলে গঠিত নির্বাচন কমিটির আহ্বায়ক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের দাবি, খুব দ্রুত ওয়ার্ডে নির্বাচনী কমিটি তৈরি হয়ে যাবে। বিজেপি প্রস্তুত লড়াইয়ের জন্য।
এদিকে, দিল্লীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সম্প্রতি দেখা করেছেন সাংসদ সৌমিত্র খাঁ ও দলের কেন্দ্রীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। দলীয় কর্মীদের উপর শাসকদল সন্ত্রাস চালাচ্ছে বলে বিজেপির দুই নেতাই অভিযোগ করেছেন নাড্ডার কাছে। পুর নির্বাচনের আগে বাংলায় দলীয় কর্মীদের মনোবল বাড়াতে কেন্দ্রীয় নেতারা আসতে পারেন বলে সূত্রের খবর। ডিসেম্বরের শুরুতে একাধিক কেন্দ্রীয় নেতার রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।