ফের গেরুয়া শিবিরে ভাঙনের সম্ভবনা। এবার বেসুরো একুশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। প্রথমে তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’য় লিখলেন ‘কেন বিজেপি করা যায় না’। এরপর সরাসরি সাংবাদিক বৈঠক করে জানালেন, মানসিক ভাবে আর বিজেপির সঙ্গে নেই।
২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই প্রবীর ঘোষালের মুখে শোনা গিয়েছিল মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এবার এক কদম এগিয়ে সরাসরি তৃণমূল মুখপত্রে কলম ধরলেন একুশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী। ‘কেন বিজেপি করা যায় না, ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি’ শীর্ষক একটি সম্পাদকীয়ও লেখেন তিনি।
এরপর সাংবাদিক সম্মেলনে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, ‘বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। বিজেপি করা খুব মুশকিল। ভোটের সময়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটাই আজ লিখেছি। ভোট চলাকালীনও আমি দু’বার সরে দাঁড়াতে চেয়েছিলাম। বিজেপতে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু ওখানে বাস্তবায়নের সুযোগ নেই’। তাঁর আরও অভিযোগ, বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি। নীচু তলায় টাকার খাই বেশি। বিজেপির শাখা সংগঠনের সবাই নেতা। তিনি স্পষ্ট করে জানান, মানসিক ভাবে আর বিজেপিতে নেই।
একুশের বিধানসভা ভোটের আগে ৩০ জানুয়ারি চাটার্ড বিমানে করে দিল্লী গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারা। ইতিমধ্যে রাজীব তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন। তিনিও কি ঘরওয়াপসি কথা ভাবছেন? উত্তরে প্রাক্তন বিধায়ক বলেন, ‘এখনই কিছু ভাবিনি। এখন অবসর জীবন কাটাচ্ছি। লেখালিখি নিয়ে রয়েছি’।
