পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সময় রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতে এবার পরিবহণ ক্ষেত্রে কর মুকুবের কথা ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার জানিয়েছে, সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে করে ছাড় দেওয়া হবে। পূর্বেও এই ধরণের ছাড় দেওয়া হয়েছিল।
মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছে, গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা সব কর দিয়ে দিয়েছেন, তাঁরা এ বছরে করে ছাড় পাবেন। আবার এ বছর যাঁরা ইতিমধ্যে কর দিয়ে দিয়েছেন, পরের বছরের কর থেকে তাঁদের ছাড় মিলবে। পরিবহণ দফতরের তরফে আরও জানানো হয়েছে, বাস, ট্যাক্সি, মালবাহী গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি সব ক্ষেত্রেই মোটর ভেহিকেলস ট্যাক্সে এবং অতিরিক্ত করে ছাড় মিলবে।