২০১৬-র ১৭ নভেম্বর জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করেছিল মোদী সরকার। এবার কট্টরপন্থী ইসলামি ধর্মপ্রচারকের সংগঠনের ওপর আরও ৫ বছরের নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জাকিরের ফাউন্ডেশন এখনও দেশের সুরক্ষার পরিপন্থী কাজকর্ম চালিয়ে যাচ্ছে, যার ফলে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষ চেহারা মার খেতে পারে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে যে, জাকিরের ফাউন্ডেশনকে অবিলম্বে বেআইনি সংস্থা ঘোষণার প্রয়োজন হয়ে পড়েছে।
কেন্দ্রের দাবি, জাকিরের ফাউন্ডেশন, তার সদস্যরা, বিশেষতঃ জাকির নিজে তাঁর সদস্য, সমর্থকদের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিভেদ, বিদ্বেষ ছড়াতে প্ররোচনা, মদত দিচ্ছেন যা দেশের সংহতি ও সুরক্ষার পক্ষে ক্ষতিকর। জাকিরের মন্তব্য, ভাষণ আপত্তিকর, অন্তর্ঘাতমূলক এবং তার মাধ্যমে ধর্মীয় গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, শত্রুতা ছড়াচ্ছেন, ভারতে, বিদেশে একটি বিশেষ ধর্মের যুবকদের সন্ত্রাসবাদী কাজকর্মে জড়াতে উৎসাহ দিচ্ছেন। জাকির নিজের আন্তর্জাতিক স্যাটেলাইট, টিভি নেটওয়ার্ক, ইন্টারনেট, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের অগনিত মানুষের উদ্দেশে কট্টরপন্থী বিবৃতি, ভাষণ দিচ্ছেন।