ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না কাইল জেমিসন। কেন উইলিয়ামসনের মতোই শুধু টেস্ট সিরিজে খেলবেন এই কিউয়ি অলরাউন্ডার। ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। আজ প্রথম ম্যাচ। আগামী ২৫শে নভেম্বর কানপুরে প্রথম টেস্ট। সেখানে খেলবেন উইলিয়ামসন এবং জেমিসন।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, “আমরা উইলিয়ামসন এবং জেমিসনের সঙ্গে কথা বলেছি, ওরা টি-টোয়েন্টি সিরিজে খেলবে না। টেস্টের জন্য তৈরি হবে ওরা। টেস্ট সিরিজে খেলবে এমন অনেক ক্রিকেটারই টি-টোয়েন্টি সিরিজে খেলবে না।” তবে এই টি-টোয়েন্টি সিরিজে লকি ফার্গুসন খেলতে পারেন। এপ্রিল মাসের পর ফের টি২০ ক্রিকেটে তিনি। দ্বিতীয় ম্যাচ শুক্রবার। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতায়।