‘বাবুলকে কিছুই দেবে না তৃণমূল, এখন ঝুনঝুনি দিচ্ছে। কারণ বাবুল কলকাতার ভোটার নন’। কলকাতার মেয়র পদপ্রার্থী করা নিয়ে জল্পনার মাঝেই এমনই প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। এবার তার পাল্টা দিলেন বাবুল সুপ্রিয়। দিলীপকে ভাঁড় এবং বঙ্গ বিজেপিকে অজন্তা সার্কাস বলে কটাক্ষ করেন বাবুল। বলেন, ‘সুকান্তর জন্য দুঃখ হয়, যে ওঁকে এই অর্বাচীন ভাঁড়টিকে সঙ্গে নিয়ে ঘুরতে হয়’।
মঙ্গলবার সকালেই দিলীপ কটাক্ষ করেছিলেন একদা দলীয় সতীর্থকে। বলেছিলেন, ‘তৃণমূল বাবুলকে কিছুই দেবে না। এখন ঝুনঝুনি দিচ্ছে।’ প্রশ্ন তুলেছিলেন, বাবুল কলকাতার জন্য কী করেছেন? পত্রপাঠ তার জবাব দিলেন বাবুল। চাঁচাছোলা ভাষায় দিলীপকে আক্রমণ করে বাবুল বললেন, ‘প্রায় সম্পূর্ণ ইস্ট-ওয়েস্ট মেট্রো বা তাতে আমার সামান্য অবদান কী, তা ওঁর জানার কথা নয়। পুরো রুটটা চালু হলে ফ্রি-তে একটা ‘ডে টিকিট’ দেব ওঁকে। ঘুরে দেখে আসবেন।’
এখানেই শেষ নয়। দিলীপ ঘোষকে ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’ বলে অভিহিত করে বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টেনে বাবুলের কটাক্ষ, ‘সুকান্তর জন্য দুঃখ হয়, যে ওঁকে এই অর্বাচীন ভাঁড়টিকে সঙ্গে নিয়ে ঘুরতে হয়।’ বাবুলের আরও বক্তব্য, ‘ওঁর আমাকে নিয়ে এত চিন্তা কেন? কই আমি তো স্বতঃপ্রণোদিত হয়ে ওঁকে নিয়ে কখনও কিছু বলি না!’
বাবুল সুপ্রিয় দিলীপকে আক্রমণ করতে গিয়ে টেনে এনেছেন বিধানসভা ভোটের প্রসঙ্গও। বাবুল বলেন, ‘ভোটের সময় ‘দাদার কীর্তি’-র কথা নিচুতলার কর্মীরা জানেন। তাই বিজেপি-র বৈঠকে দলের কর্মীরাই ওঁকে ‘গো-ব্যাক’ বলেছেন, মারামারি করেছেন।’ তাঁর কটাক্ষ, ‘উনি বাঙালি কাঁকড়ার উৎকৃষ্টতম উদাহরণ’।
