নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র। আজ, মঙ্গলবার আদালতে হাজিরার পর ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করে আদালত। তবে শর্ত রয়েছে, আগামী শুনানি পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না তাঁরা।
এদিন সকালেই আদালতে হাজিরা দেন শোভন, মদন এবং ফিরহাদ। শোভনের সঙ্গী ছিলেন বৈশাখী। ১ সেপ্টেম্বর ইডি তিন হেভিওয়েটের বিরুদ্ধে চার্জশিট দেয়। এরপর সমন জারি করা হয়। সেই সমনের পর হাজিরা দিলেন ফিরহাদ, মদন, শোভন। নারদ মামলার পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি।
তবে এদিন তিন হেভিওয়েট হাজিরা দিলেও, আদালতে আসেননি অপর অভিযুক্ত আইপিএস সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। কেন তিনি আসেননি, সে প্রশ্ন তোলে ইডি। তাদের দাবি, মির্জার জামিন বাতিল করা হোক। ইডি-র তরফে আদালতে সওয়াল করা হয়, বাকিরা এসেছেন। এক্ষেত্রে কেন মির্জা আসবেন না? তাঁর জামিন বাতিল হবে না কেন? ইডির তরফ থেকে বাকিদের জামিনেরও বিরোধিতা করা হয়। তবে এই কেসে আরও এক অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরও এদিন ইডির তরফে আদালতে জানানো হয়।
এদিন আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর শোভন বলেন, ‘আমাদের ইশ্বরে বিশ্বাস আছে। আইনের ওপর বিশ্বাস রয়েছে। আমাদের লড়াই এক সংগ্রাম। আমাদের কারোর প্রতি কোনও শত্রুতা নেই। ইশ্বর রয়েছে। আজকের দিনটা হল প্রমাণিত সত্য। যে ব্যক্তির কথা বলা হচ্ছে, তাঁকে আমি চোখেও দেখিনি। তাঁর সঙ্গে যোগাযোগের কোনও প্রশ্নই আসছে না’।