ভোট প্রচারে বেরিয়ে রাজ্যবাসীকে ‘দুয়ারে রেশন’ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণের পথে। পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও জানানো যাবে হোয়াটসঅ্যাপ করে।
এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই দুয়ারে রেশন প্রকল্প। অর্থাৎ রেশন নিতে আর ডিলারের দোকানে লাইন দিতে হবে না। রেশনের সামগ্রী পৌঁছে দেওয়া হবে প্রাপকের বাড়ির দরজায়। নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকা স্টুডেন্টস ক্রেডিট কার্ড ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এবার আগামিকাল চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন।
দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণার পর কিছু জটিলতার সৃষ্টি হয়। এ নিয়ে আদালতে যায় রেশন ডিলার্স অ্যাসোশিয়েশন। সেইসব জটিলতা কেটেছে। অন্যদিকে, রেশন নিয়ে নানা সময় বিভিন্ন অভিযোগ উঠে থাকে। দুয়ারে রেশন নিয়ে গ্রাহকদের অভিযোগ জানানোর জন্য বা সমস্যা সমাধানের জন্য একটি নম্বর চালু করছে খাদ্য দফতর। নম্বরটি হল ৯৯০৩০৫৫৫০৫। ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে।