আইনি জট কাটলেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে আগামী দু’মাসে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে। মঙ্গলবার বিধানসভায় একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এসএসসির মাধ্যমে রাজ্য কবে থেকে আবার শিক্ষক নিয়োগ শুরু করবে, তা নিয়ে বিধানসভায় প্রশ্ন করেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। সেই প্রশ্নের জবাবে ব্রাত্য জানান, আদালতের জট কেটে গেলে এসএসসির মাধ্যমে আগামী দু’মাসে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে।
এমনিতে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একাধিকবার আইনি জটে জড়িয়েছে। উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া (২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল) নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া।
গত জুলাইয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। নির্দেশ দিয়েছিল, তালিকা প্রকাশের কোনও অভিযোগ থাকলে সেই বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সেইমতো কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পুজোর মধ্যেই নিয়োগের কথাও বলা হচ্ছিল। তারইমধ্যে চলতি মাসে অভিযোগের পাহাড়ে আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অভিযোগের নিষ্পত্তির জন্য স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) তিন মাস বরাদ্দ করা হয়েছে। সেই সময়ের মধ্যে কোনও নিয়োগ করতে পারবে না কমিশন। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই সমস্যা মিটে গেলেই দু’মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।