দেশে গত ২০ বছরে পুলিশ হেফাজতে মারা গিয়েছেন মোট ১৮৮৮ জন। সেজন্য পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলাও হয়েছে ৮৯৩ টি। মোট ৩৫৮ জন পুলিশকর্মীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু শাস্তি হয়েছে মাত্র ২৬ জন পুলিশের! হ্যাঁ, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে আলতাফ নামে এক ২২ বছরের যুবকের মৃত্যু হয়। রাজ্যের কাসগঞ্জ এলাকায় এক হিন্দু নাবালিকা নিখোঁজ হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। আলতাফের মৃত্যুর প্রেক্ষিতে সামগ্রিকভাবে দেশে পুলিশ হেফাজতে মৃত্যুর খতিয়ান নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে।
পুলিশ হেফাজতে ওই যুবকের মৃত্যুর পরে কাসগঞ্জের কোতোয়ালি থানার পাঁচ পুলিশকর্মী সাসপেন্ড হয়েছেন। পুলিশের দাবি, আলতাফ তার জ্যাকেট থেকে দড়ি খুলে নিয়ে কলের পাইপের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সেই কলের পাইপটি মেঝে থেকে মাত্র কয়েক ফুট উঁচুতে লাগানো ছিল। তা থেকে দড়ি ঝুলিয়ে কীভাবে আলতাফ আত্মহত্যা করল তা অনেকের কাছেই পরিষ্কার নয়।
ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর তথ্যে জানা যায়, ২০০৬ সালে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশের শাস্তি হয়েছিল। সেবার উত্তরপ্রদেশে সাতজন ও মধ্যপ্রদেশে চারজন পুলিশকর্মী দোষী সাব্যস্ত হন। ২০২০ সালে পুলিশ হেফাজতে মারা যান ৭৬ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল মোদীর রাজ্য গুজরাতে। সেখানে পুলিশ হেফাজতে মারা গিয়েছিলেন ১৫ জন।