অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য ‘ই-শ্রম’ পোর্টাল চালু করেছিল কেন্দ্র। এখনও পর্যন্ত সেই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন ৭.৭ কোটি শ্রমিক। যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক নাম নথিভুক্ত করেছেন, তাদের মধ্যে একদম ওপরের দিকে রয়েছে বাংলা।
কেন্দ্রীয় সরকার স্থির করেছিল, ই-শ্রম পোর্টালে মোট ৩৮ লক্ষ ৩৭ হাজার অসংগঠিত শ্রমিকের নাম নথিভুক্ত করা হবে। এখনও নথিভুক্ত হয়েছে তার এক পঞ্চমাংশ। উড়িষ্যা লক্ষ্যমাত্রার ৮৭ শতাংশ পূরণ করেছে। বাংলা পূরণ করেছে ৬৫ শতাংশ লক্ষ্যমাত্রা। ছত্তিসগড় ৩৩ শতাংশ, ঝাড়খণ্ড ৩১ শতাংশ এবং বিহার ২৫ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করেছে।
কেন্দ্রীয় সরকার ভেবেছিল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাত ও অন্ধ্রপ্রদেশ থেকেই বেশি সংখ্যক অসংগঠিত শ্রমিক ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করবেন। বাস্তবে দেখা যাচ্ছে, ওই রাজ্যগুলিতে খুব বেশি শ্রমিক এখনও নাম নথিভুক্ত করতে এগিয়ে আসেননি। সেখানে লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ পূরণ করা গিয়েছে।