ফের শিরোনামে তথাগত রায়। সম্প্রতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন তথাগত। একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছিলেন যেন। পাল্টা দিচ্ছিলেন দিলীপ ঘোষও। দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে কদর্য আক্রমণ করে চলেছিলেন, তা বঙ্গ বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছিল৷ যদিও এবার তথাগত আক্রমণ করেননি কাউকে।
একাধিক বিতর্কিত মন্তব্যের পর এবার টুইটার ও ফেসবুকে তথাগত রায়ের ‘বায়ো’তে বদল এল। টুইটে তিনি লিখলেন, ‘সাধারণ একটি তথ্য: আমার প্রোফাইলের বিবরণীতে একটা ছোট্ট বদল করা হয়েছে। এতদিন যেখানে ‘ছবিতে দেখা যাচ্ছে আইকনিক রবীন্দ্র সেতু’ লেখা ছিল, সেখানেই এখন ‘সম্প্রতি হুইসেলব্লোয়ার’ লেখা হয়েছে’।তারপরই আরও একটি টুইটে তিনি লেখেন, ‘আমি ‘বিজেপি’ শব্দটিও লিখেছি যাতে লোকে অন্য কোনও কিছু না ভেবে বসে।’ ফেসবুকেও একই বদল করেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন রাজ্যপাল।
তথাগত রায়ের সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তনের পরই শোরগোল পড়ে যায়। অনেকেই বলতে থাকেন, তাহলে কি দল ছাড়ছেন তিনি? যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। বরং দিয়ে রেখেছেন, বড় বিস্ফোরণের ইঙ্গিত। একের পর এক বিতর্কের মধ্যে সম্প্রতি তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শও দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা অবশ্য দিলীপকে অর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেছিলেন তথাগত। এমনকী তাঁর কথা দিলীপ ঘোষের মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বলেও কটাক্ষ করেছিলেন তিনি।