দীর্ঘ দু’বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আর ক্রিকেটের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রীতিমতো এলাহী আয়োজন করছে বঙ্গ ক্রিকেট সংস্থা। অভিনব আলোসাজের বন্দোবস্ত করছে তারা। চলতি বছর দুর্গাপুজোয় গোটা রাজ্যের নজর কেড়েছিল শ্রীভূমির ‘বুর্জ খলিফা’র আলোকসজ্জার। তার দায়িত্বে ছিল যে সংস্থা, তাদেরই ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য নিয়ে আসছে সিএবি।
প্রসঙ্গত, আগামী ২১শে নভেম্বর ম্যাচ দিয়ে ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। যে ম্যাচে দেখা যাবে ভারতের নতুন কোচ এবং অধিনায়ককে। অর্থাৎ ভারতীয় কোচের আসনে ইডেনে থাকবেন রাহুল দ্রাবিড়। আর অধিনায়ক হিসেবে আবার দেখা যাবে রোহিত শর্মাকে। বিরাট কোহলি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দেশের টি-টোয়েন্টি অধিনায়কত্ব তাঁর কাঁধেই উঠেছে। ম্যাচে থাকবেন দর্শকরাও। সত্তর শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আর সবাইকে বরণ করে নিতে ইডেনে থাকছে অভিনব আলোকসজ্জা।
জানা গিয়েছে, ক্লাবহাউস-সহ চারটে ব্লকের বাইরে বসবে ‘গোগো’ লাইট। যা দিয়ে বেরোবে লেজার বিম। আলোয় আলোকিত হয়ে যাবে চারপাশ। সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস বলছিলেন, “আমরা ইতিমধ্যেই সব চূড়ান্ত করে ফেলেছি। দিন দুয়েক লাগবে কাজ শেষ হতে। ভারতবর্ষের কোথাও এই জিনিস হয়নি। বহুদিন পর ক্রিকেট ফিরছে ইডেনে। আমরা সেটাকে স্মরণীয় করে রাখতে আলোর উৎসবও তাই করব।”