দেশের স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওতের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এমনই আবেদন জানাল দিল্লীর মহিলা কমিশন। গত বৃহস্পতিবার কঙ্গনা মন্তব্য করেন, দেশ ‘প্রকৃত স্বাধীনতা’ পেয়েছে ২০১৪ সালে।
পরোক্ষে তিনি বলতে চেয়েছিলেন, বিজেপি নেতা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই দেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। তাঁর মতে, ১৯৪৭ সালে ‘ভিক্ষা করে’ স্বাধীনতা পাওয়া গিয়েছিল। দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের বক্তব্য, অভিনেত্রী দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন।
কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করারও আর্জি জানিয়েছে মহিলা কমিশন। স্বাতী মালিওয়াল রাষ্ট্রপতিকে চিঠিতে লিখেছেন, অভিনেত্রীর মন্তব্য থেকে বোঝা যায়, তিনি মহাত্মা গান্ধী, ভগৎ সিং-এর মতো স্বাধীনতা সংগ্রামীদের ঘৃণা করেন। দিল্লি মহিলা কমিশনের প্রধানের বক্তব্য, অভিনেত্রীর মন্তব্যে লক্ষ লক্ষ দেশবাসীর মনে আঘাত লেগেছে। রাষ্ট্রপতি যেন এ বিষয়ে নজর দেন। তাঁর উচিত কঙ্গনার পদ্মশ্রী খেতাব ফিরিয়ে নেওয়া।
আমায় অনুগ্রহ করে সাহায্য করুন। আরও লিখেছেন কঙ্গনা, আমি শহিদ রানি লক্ষ্মীবাঈয়ের ওপর একটি ফিচার ফিল্মে কাজ করেছি, যা ১৮৫৭-র প্রথম লড়াইয়ের ওপর বিস্তারিত গবেষণার ভিত্তিতে তৈরি। অভিনেত্রীর প্রশ্ন, কেন গান্ধী ভগৎ সিংকে মরতে দিলেন?
কেন নেতা বসু কোনওদিন গান্ধীজীর সমর্থন পেলেন না? কেন দেশ বিভাজনের সীমারেখা টানলেন এক শ্বেতাঙ্গ? স্বাধীনতার উদযাপন না করে কেন ভারতীয়রা পরস্পরকে হত্যা করলেন। এর কিছু উত্তর খুঁজছি। আমায় সাহায্য করুন।
‘ভিক্ষে’ মন্তব্যের জন্য যে কোনও পরিণতির জন্য তিনি তৈরি, জানিয়েছেন কঙ্গনা। লিখেছেন, ২০১৪-র আজাদির ব্যাপারে আমি নির্দিষ্ট করেই বলেছি, খাতায় কলমে স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি, কিন্তু ভারতের বিবেক, চেতনা মুক্তি পেয়েছে ২০১৪-য়। একটা মৃত সভ্যতা জীবন্ত হয়ে তার ডানা মেলেছে, এখন সে গর্জন করছে, উঁচুতে উঠছে এই প্রথম।
ইংরেজি না বলায় বা ছোট শহর থেকে আসায় বা ভারতে তৈরি পণ্য ব্যবহার করায় কেউ এখন আমাদের ছোট করতে পারে না। একই সাক্ষাত্কারে প্রতিটি বিষয় স্পষ্ট বলেছি। কিন্তু যাদের মনে অপরাধ বোধ আছে, তাদের তো জ্বলুনি হবেই। তাতে তো কিছু করার নেই। জয় হিন্দ।
স্বাতী মালিওয়াল লিখেছেন, “অভিনেত্রী স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে খাটো করে দেখাতে চান। ১৮৫৭ সালের বিদ্রোহ, চম্পারণ সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, ডান্ডি অভিযান ও ভারত ছাড়ো অভিযানকে তিনি গুরুত্ব দিতে চান না।”
দিনকয়েক আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করার পর সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। বলিউড ‘ক্যুইন’ বলেন, ১৮৫৭-র কথা জানি, কিন্তু ১৯৪৭এ কোন যুদ্ধটা হয়েছিল। আমার জানা নেই। কেউ বলে দিতে পারলে আমি পদ্মশ্রী ফিরিয়ে ক্ষমা চেয়ে নেব।