সমাজবাদী পার্টি বা বিএসপির সঙ্গে জোটে নয়। উত্তরপ্রদেশের সব আসনে একাই লড়বে কংগ্রেস। সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করে দিলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে এই সিদ্ধান্ত ঘোষণা করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, কংগ্রেসকে যদি জিততে হয়, তাহলে একাই জিততে হবে। তাঁর বক্তব্য, ‘দলের অনেক কর্মী তাঁকে অনুরোধ করেছেন কোনও দলের সঙ্গে জোট করতে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা সব আসনে একাই লড়ব’। প্রিয়াঙ্কা এদিন আরও জানিয়েছেন, যোগীরাজ্যের সব আসনে তাঁর দল শুধু কংগ্রেস কর্মীদেরই টিকিট দেবে। অন্য দল থেকে আসা কোনও নেতাকে নয়।
সম্প্রতি লখিমপুর খেরির ঘটনার পর উত্তরপ্রদেশে কংগ্রেসের পালে সামান্য হলেও হাওয়া লেগেছে। তাছাড়া দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কা নিজে পড়ে থেকে যেভাবে দলের সংগঠন সাজিয়েছেন, তাতে অনেকটাই ভোটবৃদ্ধির আশা দেখছে হাত শিবির। তাছাড়া ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণাও বেশ চমকপ্রদ। তাই ২৪-এর লোকসভার কথা মাথায় রেখে এখন থেকেই সংগঠন ঢেলে সাজাতে চান প্রিয়াঙ্কা।
স্থানীয় সূত্রের খবর, উত্তরপ্রদেশ কংগ্রেস নেতৃত্ব ব্যাকচ্যানেলে সমাজবাদী পার্টির সঙ্গে জোট নিয়ে আলোচনা করলেও তেমন সুবিধা করে উঠতে পারেননি। কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দিতে চাননি সপা সুপ্রিমো। সম্ভবত সেকারণেই অবস্থান বদলে সব আসনে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করবে দল।