ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে রাজ্য বিজেপি। তাতে শোনা যাচ্ছে, জনৈক বিজেপি নেতা প্রীতম সরকার পুরভোটের টিকিট বিক্রি করছেন। এমনকি বিজেপির রাজ্য সভাপতিকেও টেনে এনেছেন প্রীতম। গোটা ঘটনায় তাঁর যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুকান্ত মজুমদার।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট হতে চলেছে। ওই নির্বাচনে প্রার্থীপদ বিক্রির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। তৃণমূলের টুইট করা ভিডিওয় শোনা যাচ্ছে, আসন পিছু ১ লক্ষ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছে। তৃণমূল টুইট করেছে, ‘প্রার্থী পিছু এক লক্ষ টাকা চাইছে বঙ্গ বিজেপি। অপপ্রচার চালাতে এভাবে টাকা তোলেন সুকান্ত মজুমদার? ভয়ঙ্কর!’
আসন পিছু ১ লক্ষ টাকায় রফা করতে সুকান্ত মজুমদারের সম্মতি নিতে হবে বলে দাবি করছে বিজেপি নেতার কণ্ঠস্বর। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য,’রাস্তায় কেউ যদি বলে সুকান্ত মজুমদারকে টাকা দিয়ে দেব চাকরি হয়ে যাবে, তাহলে মেনে নেবেন? বিজেপি প্রার্থীপদ একজন ব্যক্তি ঠিক করে না। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পনা তৃণমূলের। ওই ব্যক্তি আগে তৃণমূল করত’।
তথাগতর পুরনো টুইট স্মরণ করিয়ে বিঁধেছেন কুণাল ঘোষ। তিনি বলেন,’একটি ভিডিওর সত্যতা যাচাই না করে মন্তব্য করা অনুচিত। টাকা লেনদেনর বিষয়টি প্রকাশ্যে এনেছেন তথাগত রকায়ের মতো প্রবীণ নেতা। বিধানসভা ভোটের আগে টাকার ব্যবহার হয়েছে এদের-ওদের নিতে। আগের দফায় শুনেছিলাম প্যাকেজে এসেছিল’।