এবার স্কচ গোল্ড পুরস্কার নিয়ে শুভেন্দুর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। শুভেন্দু অভিযোগ করেছিলেন যে, মোটা টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড কিনেছে রাজ্য সরকার। তারই মোক্ষম জবাব দিয়ে ব্রাত্য টুইটে লেখেন, “ক্রীড়া, যুব এবং সংস্কৃতি বিভাগে গুজরাতের ভূপেন্দ্র প্যাটেল সরকার, বেনারস স্মার্ট সিটির জন্যে উত্তরপ্রদেশের যোগী সরকার এবং বনবিভাগের জন্যে অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকারও স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। সনাতনী নেতারা দয়া করে বলবেন তাঁদের এই পুরস্কার জিততে সমীর কোচারকে ঠিক কতো টাকা দিতে হয়েছে?”
উল্লেখ্য, সমীর কোচার স্কচ গ্ৰুপের কর্ণধার। সম্প্রতি ফের স্কচ পুরস্কারে সম্মানিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতর পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড। একই পুরস্কারে সন্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও। স্কচ পুরস্কার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই টুইটের জবাবেই এদিন টুইট করেন ব্রাত্য বসু।