ভারতে কোভিডে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে নিয়ে চাপানউতোর চলছেই। সরকারি খাতায় মৃতের সংখ্যা যা দেখানো হচ্ছে তা কতটা সঠিক সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। দাবি, দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে গত বছর থেকে চলতি বছরের জুন মাস অবধি কোভিডে মৃতের সংখ্যা ২০ থেকে ৫০ লাখের মধ্যে হতে পারে। সেখানে সিভিল রেজিস্ট্রি সার্ভিস (সিআরএস)-এর রিপোর্টে ৪ লাখ ৬৩ হাজার মৃত্যু দেখানো হয়েছে।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ রিসার্চের ডিরেক্টর ডাঃ প্রভাত ঝা দাবি করেছেন, সরকারি রিপোর্টে করোনা মৃতের সংখ্যা যা দেখানো হয়েছে বাস্তবে মৃত্যু হয়েছে তার অনেক বেশি। তাঁর দাবি, দেশে কোভিডে মৃত্যু ৩০ লাখের কম নয়। তার বেশি হলেও হতে পারে।
ইন্ডিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সের প্যানেলে সরকারি তথ্যে সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এ বছর জুন মাস অবধি হিসেব কষে দেখা গেছে, কিছু রাজ্য কোভিডে মৃত্যুর তথ্য গোপন করেছে। এপ্রিল থেকে জুন মাস অবধি, বাড়িতেই করোনা রোগীর মৃত্যু ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
বিহারে করোনায় মৃত্যু নিয়ে রিপোর্ট একসময় দেশে সাড়া ফেলে দিয়েছিল। নীতিশ কুমার সরকার মৃত্যুর যে পরিসখ্যান দেখিয়েছিল তাতে দেখা গিয়েছিল, বিহারে কোভিডে মৃতের মোট সংখ্যা ৯,৪২৯। কোভিডের সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার পরে এপ্রিল থেকে মে মাসের মধ্যে করোনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছিল তার সঠিক হিসেব বের করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই সমীক্ষার রিপোর্ট সামনে এলে দেখা যায়, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ পর্যন্ত ১৬০০ জনের মৃত্যুর যে রিপোর্ট দেখানো হয়েছিল তা আদতে ৬ গুণ বেশি। বস্তুত, এপ্রিল থেকে এ বছর জুন মাসের ৭ তারিখ অবধি কোভিডে মৃত্যু হয়েছে ৭৭৭৫ জনের।