ছয় বছরের অপেক্ষার পর আইসিসি-র কোনও ট্রফি জিতল অস্ট্রেলিয়া। দীর্ঘ দিনের ট্রফি খরা কাটানোর পরে তাদের নিরাশ করেনি বিশ্ব ক্রিকেটের নিয়মাক সংস্থাও। কোটিপতি হয়ে গিয়েছে তারা। গ্রুপ পর্বের বাধা টপকাতে না পারা বিরাট কোহলিদের পকেটে ঢুকেছে অনেক কম টাকা।
গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলি পেয়েছে ৫২ লক্ষ টাকা (৭০ হাজার ডলার) করে। অর্থাৎ ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড পেয়েছে ৫২ লক্ষ টাকা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে গত অক্টোবরে আইসিসি এই পুরস্কার মূল্যের কথা জানিয়ে দিয়েছিল।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১২ কোটি টাকা (১৬ লক্ষ ডলার) পেয়েছে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নারের দল। রানার্স হওয়া কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড পেয়েছে ৬ কোটি টাকা।