কয়েকদিন আগেই কলকাতার ‘মা উড়ালপুল’কে উত্তরপ্রদেশের যোগী সরকারের কৃতিত্ব বলে সংবাদপত্রে প্রকাশ করে প্রবল কটাক্ষ ও ব্যঙ্গের মুখে পড়েছিল কেন্দ্র। এবার ফের তেমন এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বাংলার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাজি নজরুল বিমানবন্দরের ছবির পাশে ‘উত্তরাখণ্ড- লিখে নয়া বিতর্কে জড়াল অসামরিক বিমান মন্ত্রক। বিমানবন্দরের জায়গার নাম ভুল দিয়ে টুইট করেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রক। পাল্টা টুইটে কেন্দ্রের তুমুল সমালোচনা করেছে তৃণমূল।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরের কলকাতার ‘মা উড়ালপুল’ নিয়েও এমনই এক বিতর্ক তৈরি হয়েছিল। যোগীরাজ্য উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ছবি। সঙ্গে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’। অর্থাৎ যোগীর নেতৃত্বে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, তারই ব্যাখ্যা রয়েছে ওই বিজ্ঞাপনে। জাতীয়স্তরের সংবাদপত্রে প্রকাশিত হওয়া এই বিজ্ঞাপন ঘিরে বিতর্ক চরমে।
স্বাভাবিকভাবেই এই ইস্যুতে পদ্মশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ পুরো তৃণমূল নেতৃত্ব। এবারও দুর্গাপুরের বিমানবন্দরকে পশ্চিম বর্ধমান থেকে তুলে উত্তরাখণ্ডে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদেও রুখে দাঁড়িয়েছে টুইট করেছে তৃণমূল। টুইটারে তারা জানিয়েছে, “আমাদের উন্নয়নকে আপনারা নিজেদের বলে চালাচ্ছেন, তাতে কোনও আপত্তি নেই। বরং উন্নয়ন নিয়ে আপনাদের আসল শিক্ষা দিতে পারছি বলে আমরা খুবই খুশি।” স্রেফ টুইটে ঠিকানা ভুল লেখা কি স্রেফ ‘সামান্য ভুল’? নাকি কৃতিত্ব নেওয়ার চেষ্টা? উঠছে একাধিক প্রশ্ন। বিপাকে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।