করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রায় ২০ মাস আগে গোটা দেশে স্বাভাবিক ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল। পাছে সংক্রমণ যাতে না ছড়ায় সেই কারণে অত্যাবশ্যকীয় কারণ ছাড়া প্রথমে ট্রেন চালানোই হয়নি। পরে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কিছু ট্রেন চালিয়েছিল রেল।
রেল মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেল এক্সপ্রেস ট্রেন আগের মতোই স্বাভাবিক টাইমটেবিল মেনে চলবে। অর্থাৎ ট্রেনের ফ্রিকোয়েন্সি আগের মতোই হবে। এ ক্ষেত্রে অনেকের কৌতূহল তৈরি হতে পারে যে ইতিমধ্যে যাঁরা দূরপাল্লার যাতায়াতের জন্য যে টিকিট বুক করেছেন, তাতে কি কোনও বদল হবে? রেল জানিয়েছে, তার দরকার নেই। যারা ট্রেনের টিকিট বুক করে রেখেছেন তা বহাল থাকবে। ট্রেনের আসন সংখ্যা বাড়ার জন্য নতুন রিজারভেশন নেওয়ার ব্যবস্থাপনা রেলই করবে।
দেশে কোভিড পরিস্থিতির ভয়াবহতা কমার লক্ষণ স্পষ্ট হওয়ার পর এ বার আগের মতোই ফুল ক্যাপাসিটিতে মেল, এক্সপ্রেস ও হলিডে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শুক্রবার সন্ধ্যায় নোটিফিকেশন জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রেল। সবকটি জোনকে তা জানিয়েও দিয়েছে রেল বোর্ড।