বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে যে ‘অসন্তোষ’ রয়েছে, তা প্রকারান্তরে বলেই দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দিলীপ ওই মন্তব্য করেছেন দল থেকে সদ্য-বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি নেতা সুরজিৎ সাহার একটি মন্তব্যের প্রেক্ষিতে। যেখানে তিনি নারদ-ভিডিওর প্রসঙ্গ তুলে শুভেন্দুকে ‘অসৎ’ বলেছিলেন।
দিলীপকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে শুভেন্দুর নাম না-করে তিনি বলেছেন, ‘অসন্তোষ তো অনেকের বিরুদ্ধেই আছে। আমার বিরুদ্ধেও থাকতে পারে’।
অর্থাৎ, ‘অসন্তোষ’ আছে। শুভেন্দুর নাম না করলেও যেহেতু সুরজিতের শুভেন্দু-সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে দিলীপকে ওই প্রশ্ন করা হয়েছিল, তাই রাজ্য বিজেপি-র একাংশ মনে করছে, প্রকারান্তরে দিলীপ বুঝিয়ে দিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে দলে অসন্তোষ আছে। আবার পাশাপাশিই, তাঁর বিরুদ্ধেও অসন্তোষ রয়েছে বলে তিনি বিষয়টিকে ‘লঘু’ করতে চেয়েছেন।
যাঁরা দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের দলীয় শৃঙ্খলার কথা স্মরণ করিয়ে বলেছেন, ‘ভোটের পর থেকে কর্মীদের মনে ক্ষোভ-বিক্ষোভ হয়েছে। যা ফল হয়েছে, যে ভাবে লোক নেওয়া হয়েছে, এই সব বিষয়ে অনেকে আগেও বলেছেন। পরেও বলেছেন। আস্তে আস্তে সকলে বুঝতে পারছেন, দলে থাকতে হলে দলের নিয়ম মেনেই চলতে হবে। কিছু বলার থাকলে দলের মধ্যে নির্দিষ্ট জায়গায় বলতে হবে’।