ইডি তলব করলে হাজিরা দিতে হবে। তবে এখনই গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়কে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। উল্লেখ্য, এর আগে সুমিতকে ২ বার তলব করেছিল ইডি।
কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সুমিতকে দু’বার দিল্লিতে তলব করেছিল ইডি। ইডি-র ওই সমনের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন, ইডি-র সমনে সাড়া দিতে হবে সুমিতকে। ভার্চুয়াল বা সশরীরে তিনি হাজিরা দিতে পারেন।
কিন্তু যেহেতু তাঁর নাম এফআইআর-এ নেই, তাই তাঁকে আপতত ছ’সপ্তাহ গ্রেফতার করা যাবে না। আদালতের এই রায়ের ফলে কিছুটা স্বস্তিতে অভিষেকের সচিব।
প্রসঙ্গত, কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। জামনগর হাউজে ইডির অফিসে তিনি হাজিরা দিয়েছিলেন। তাঁর স্ত্রী রুজিরাকেও একই মামলায় সমন পাঠানো হয়। রুজিরা হাজিরা না দিলেও ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে তাঁর। পরে ফের তাঁকে ডেকে পাঠানো হয়। যদিও দ্বিতীয়বার হাজিরা দেননি তিনি। এরপরই ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।