ভাঙড়ে ধীরে ধীরে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। ক্রমেই কোণঠাসা হচ্ছে সংযুক্তো মোর্চা। একদা ‘লালদূর্গে’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘাসফুল। আইএসএফ যে ভাঙড়কে ঘিরে গোটা রাজ্যে আধিপত্য বিস্তারের চেষ্ঠা করেছিল ভাঙড়ের সেই গড় তাসের ঘরের মত ভেঙে পড়ছে। ভাঙড় বিধানসভা এলাকার পোলেরহাট ভোগালি সানপুকুর প্রাণগঞ্জ নারায়ণপুর-সহ একাধিক অঞ্চলে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে যেমন খোদ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ির পাশেই তৃণমূলের যোগদান কর্মসূচী।
সূত্রের খবর, আজ, শুক্রবার সকালেই মাঝেরহাটে বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ির পাশেই তৃণমূলের একটি যোগদান কর্মসূচী রয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই কর্মসূচীতে আইএসএফ থেকে প্রায় ৩০০ জন কর্মীর তৃণমূলে যোগ দেওয়ার কথা। শাসক শিবিরের দাবি, ওই এলাকায় সকলেই তৃণমূলেরই লোক। কিন্তু, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটি ধর্মীয় ভাবাবেগকে আশ্রয় করেই কিছুজন আইএসএফে যোগ দেয়। এখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরছেন। এদিকে, তৃণমূলের যোগদান কর্মসূচীর খবর পেয়েই আগেভাগে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এলাকাজুড়ে চলছে পুলিশি টহলদারি। কোনওরকম অপ্রীতিকর অবস্থা যাতে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে প্রশাসন।