ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দু-ম্যাচের সিরিজের জন্য শুক্রবার টেস্ট দল ঘোষণা করল ভারত। প্রথম টেস্টে অধিনায়ক অজিঙ্ক রাহানে। দ্বিতীয় টেস্টে খেলবেন বিরাট কোহলি। সেই ম্যাচে নেতৃত্ব দেবেন তিনিই। গোটা সিরিজেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারা। দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা। বিশ্রামে পাঠানো হয়েছে ঋষভ পন্থকে। উইকেটরক্ষক হিসেবে ডাক পেলেন শ্রীকর ভরতও। টেস্ট দলে ফিরলেন জয়ন্ত যাদব। দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে।
পাশাপাশি বিশ্রামে পাঠানো হয়েছে যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকেও। পেসারদের মধ্যে দলে রয়েছেন ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং উমেশ যাদব। স্পিন বিভাগ সামলাবেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল এবং জয়ন্ত যাদব। আসন্ন ২৫শে নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। কানপুরে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে, শুরু হবে ৩রা ডিসেম্বর থেকে।